অল্পতেই রেগে গেলেন স্ত্রী। স্বামী তাকে বাপের বাড়ি যেতে দেননি। আর সে কারণেই স্বামীকে কামড়ে হত্যা করল স্ত্রী! ভারতের উত্তরপ্রদেশের এই স্বামী হত্যার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে।
উত্তরপ্রদেশের এতোয়া জেলার বাসিন্দা অরবিন্দ তার স্ত্রী গোমতী, দুই সন্তান এবং মা গুলাবিকে নিয়ে এক সাথে থাকতেন। পরিবারে সবই ঠিক ছিল। কিন্তু গোমতী নিজের বাপের বাড়ি যেতে চাইলে- সেই কথায় রাজি হননি অরবিন্দ। আর বেড়াতে যেতে না পেরে বেশ রেগে গেলেন গোমতী। রাগের বশে প্রথমে ঝগড়া, পরে ধাক্কাধাক্কি এবং শেষ পর্যায় স্বামীর গলা, কাঁধ এবং পেটে কামড়ে দেয় সে। আর স্ত্রীর কামড়ে ঘোরতর জখম হয়ে মৃত্যু হয় অরবিন্দের।
অরবিন্দের মা গুলাবি জানিয়েছেন, বৃহস্পতিবার বেড়াতে যাওয়াকে কেন্দ্র করেই অরবিন্দ এবং গোমতীর মধ্যে কথা কাটাকাটি হয়। অরবিন্দ এবং গোমতী ঘরের দরজা বন্ধ করেই ঝগড়া করতে থাকে। প্রতিবেশীরা কিংবা আমি তাদের মধ্যে গেয়ে সমস্যা মেটাতে পারেননি। এরপর আমি লোকজন ডেকে ঘরের দরজা ভেঙ্গে ছেলেকে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখি। গুরুতর আহত অবস্থায় অরবিন্দকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তপাতের ফলেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই নিজের সন্তানদের নিয়ে পালিয়েছে গোমতী। তার সন্ধান চালাচ্ছে পুলিশ। স্বামীকে হত্যা করার অপরাধে তার বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/এ মজুমদার