শরীর ভাল নেই ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার।
বৃহস্পতিবার জ্বর এবং ডিহাইড্রেশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অসুস্থতার কারণে তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
মুখ্যমন্ত্রীর অসুস্থতার বিষয়ে তার সমর্থকরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। শুক্রবার হাসপাতালের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, আপাতত জয়ললিতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ঠিক ভাবে খাবার খাচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন