উরিতে সামরিক ক্যাম্পে হামলাকে কেন্দ্র করে ভারতের সাথে যখন সম্পর্কের চরম অবনতি হয়েছে ঠিক সে সময়ে রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিল পাকিস্তান। ইতিহাসে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া শুরু করেছে দুই দেশ।
ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন বিভাগের মহাপরিচালক অসীম বাজুয়ার উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতি বলা হয়েছে, দুই দেশের সামরিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে এ মহড়া চালানো হচ্ছে।
শনিবার থেকে এ মহড়া শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পর্যন্ত। দুই দেশের প্রায় ২০০ সামরিক সৈন্য এ মহড়ায় অংশ নিয়েছে। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় রাত্তু ও চেরাতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং সেন্টারে এ মহড়া হবে। যৌথ ঐ সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে 'ফ্রেন্ডশিপ ২০১৬'।
সূত্র : ডন
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা