টানা ভারী বর্ষণে ডুবে গেছে ভারতের অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য। ভারী বর্ষণজনিত বিভিন্ন দুর্ঘটনায় শুধু শুক্রবারই এই দুই রাজ্যে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি'র।
হায়দরাবাদে তিনদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তেলেঙ্গানা রাজ্য সরকার শহরটির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের নিজেদের বাসা থেকে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কিছু কিছু এলাকায় উদ্ধারকাজে সহযোগিতার জন্য সেনাবাহিনীর সাহায্য চেয়েছে।
অন্ধ্র প্রদেশ থেকে নতুন করে আরও চারজনের মৃত্যু সংবাদ এসেছে। বর্ষণজনিত কারণে রাজ্যটিতে মৃতের সংখ্যা নয়জনে দাঁড়িয়েছে।
অন্যদেকে তেলেঙ্গানার মেদাক জেলায় বর্ষণজনিত পৃথক কয়েকটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ছয়জন আহত হয়েছেন।
সাত্তেনাপল্লি এলাকায় পানির তোড়ে দুই কিলোমিটার রেল লাইন ভেসে যাওয়ায় গুন্তার ও সেকেন্দ্রাবাদ জেলার মধ্যে রেল চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে।
বৃহত্তর হায়দরাবাদ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ