এক ঘণ্টার মধ্যে পরপর তিনবার জোড়ালো ভূমিকম্পের আঘাতের পর ইতালিতে এবার তুষার ঝড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির অ্যাবরুজু অঞ্চলের গ্রান সাসো পাহাড়ি এলাকায় তুষার ঝড়ের ঘটনাটি ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রেকিং নিউজের মাধ্যমে এ তথ্য জানায়। সংবাদে বলা হয়,
স্থানীয় সময় বুধবার দফায়-দফায় ভূমিকম্পের ঘটনা ঘটে। এরপর তুষার ঝড়ে স্থানীয় একটি হোটেলে আঘাত হানলে নিহত ও হতাহতের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম