ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যুর পরে ফাঁকা পড়েছিল ১০ রাজাজি মার্গের বাংলোটি। বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুলাই মাসে। তবে অবসরের পরে কালামের ওই বাংলোটিতেই থাকবেন তিনি।
কালামের মৃত্যুর পরে সেখানে রয়েছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা। তাকে ইতিমধ্যেই বাড়িটি ছাড়তে বলেছে কেন্দ্রীয় সরকার।
শর্মা বলেন, 'কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে জিজ্ঞাসা করা হয় প্রণবদার বাড়িটি খালি করতে আমার কোনও অসুবিধা আছে কি না। যেহেতু আমি বাংলোটি বেশি ব্যবহার করিনি, তাই আমাকে সেটি ছাড়তে বলা হয়।'
এর আগে সাবেক লোকসভার স্পিকার পিএ সাংমাকে তার ৩৪ এপিজে আবদুল কালাম রোডের বাংলোটি খালি করতে বলা হয়েছিল। তবে প্রণব মুখার্জি এমন একটি বাড়ি চেয়েছিলেন যেখানে লাইব্রেরি এবং আলাদা একটি থাকার ঘর থাকবে। তাই এপিজে আবদুল কালামের বাসভবনটিই তার জন্য বরাদ্দ করা হচ্ছে।
সূত্র: আজকাল