ব্রিটেনের রাস্তায় ফেলে রাখা এক স্যুটকেসের মধ্যে পাওয়া গেল এক ৪৬ বছর বয়সী এক ভারতীয় নারীর মরদেহ৷ ধারণা করা হচ্ছে মৃত সেই নারীকে খুন করে ওই স্যুটকেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে৷ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে সেই নারীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে৷
জানা গেছে, মঙ্গলবার এক ব্যক্তি ওই স্যুটকেস দেখতে পায়৷ এরপরই শুরু হয় পুলিশি তদন্ত৷ ঘটনায় সন্দেহের তীর যায় ওই নারীর স্বামীর দিকে৷ মৃত ভারতীয় সেই নারীর নাম কিরণ ডোডিয়া বলে জানা গেছে৷ জিজ্ঞাসাবাদের জন্য তদন্তের স্বার্থে তার স্বামি অশ্বিন ডোডিয়াকে হেফাজতে নিয়েছে পুলিশ৷ অভিযুক্ত অশ্বিন ডোডিয়াকে ব্রিটেনের লিসেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হবে৷
কিরণ ডোডিয়া বিগত ১৭ বছর ধরে একটি কল সেন্টারে কাজ করতেন বলে জানা যায়৷ কি কারণে এমন মর্মান্তিক তার এমন পরিণতি হল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত করছে পুলিশ৷
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯