প্রতিপক্ষকে কঠিন লড়াই দিতে এবার হাতে হাত মিলিয়ে রাজপথে নামলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভার নির্বাচনে এই দুই দল জোট গঠন করার পর রবিবার যৌথ সংবাদ সম্মেলনটাও সেরে ফেললেন তরুণ প্রজন্মের এই দুই নেতা। দুইজনই জানিয়ে দিলেন বিরোধী দল বিজেপি’র ক্রোধ ও বিভেদের রাজনীতিকে পরাস্ত করাই তাদের একমাত্র লক্ষ্য। একই সঙ্গে এও জানিয়ে দিলেন, তারা শুধুমাত্র রাজনৈতিক জোট সঙ্গীই নন, তারা দুইজনেই ভালো বন্ধু এবং দুই দলই একে অপরের মতাদর্শকে গ্রহণ করে।
কংগ্রেস সহসভাপতি জানান, ‘এটা একটা ঐতিহাসিক জোট...আমাদের লক্ষ্যই হল বিজেপি, আরএসএস’এর মতো শক্তিকে পরাজিত করা এবং সেই লক্ষ্যে আমাদের সব নেতারাই একসাথে কাজ করছে। রাহুল আরও জানান, এই জোট উত্তরপ্রদেশের যুবকদের সামনে অন্য রাজনীতি তুলে ধরবে, যেখানে হিংসার কোনও জায়গায় থাকবে না। জোটের হাত ধরেই উন্নতি, সমৃদ্ধি আর শান্তির প্রতীক হয়ে উঠবে উত্তরপ্রদেশ।
রাম মন্দির ইস্যুতে রাহুল বলেন, যেহেতু এই বিষয়টি এখনও বিচারাধীন তাই এটা নিয়ে বলবেন না। কিন্তু প্রতিবারই নির্বাচনের আগে বিজেপি এই ইস্যুকে উস্কে দেয়।
অন্যদিকে, অখিলেশ যাদব জানান, রাহুলের সঙ্গে একসাথে কাজ করতে পারায় আমি খুব খুশি। গত লোকসভা ভোটেও আমরা একসঙ্গে লড়াই করেছিলাম। আমাদের আশা এবারের নির্বাচনেও ৪০৩টি আসনের মধ্যে তিন শতাধিক আসনে আমরা জিতবো।
সমাজবাদী পার্টির দলের প্রতীক ‘সাইকেল’ এবং কংগ্রেসের প্রতীক ‘হাত’এর প্রসঙ্গ টেনে অখিলেশ বলেন, সাইকেল যদি হাতের সঙ্গে থাকে এবং হাতও যদি সাইকেল শক্ত হাতে ধরে তবে এর গতি কত হতে পারে আপনারা কল্পনা করুন। আপনারা এটাও ভাবতে পারেন যে রাহুল ও আমি একটা সাইকেলের দুইটি চাকা। তাই রাহুল এবং আমি দুইজনেই এ রাজ্যকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবো।
সংবাদ সম্মেলনের পরই লখনউতে একটি রোড শো’এ অংশ নেন অখিলেশ ও রাহুল। এদিন বিকালে হজরতগঞ্জ থেকে শুরু হওয়া ১২ কিলোমিটার দীর্ঘ রোড শো’তে এই রাহুল-অখিলেশ ছাড়াও দুই দলেরই শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট হচ্ছে উত্তরপ্রদেশে(৪০৩ আসন)-এ। মোট সাত দফায় চলবে এই ভোটগ্রহণ প্রক্রিয়া, শেষ হবে আগামী ৮ মার্চ। গণনা ১১ মার্চ।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব