নিজের দেশেই গৃহবন্দী করা হল জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাঈদকে।
হোয়াইট হাউসের হুমকি বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই জঙ্গি নেতা হাফিজ সাঈদকে গৃহবন্দী করলো পাক পুলিশ। আপাতত লাহোরে নিজের বাড়িতেই গৃহবন্দী হয়ে থাকতে হবে জঙ্গি প্রধানকে।
পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমে। হাফিজ সহ আরও চার জনকে গৃহবন্দী করে রাখার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার।
নিজের এই অবস্থার জন্য ভারত তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই কাঠগড়ায় তুলেছে জঙ্গি প্রধান হাফিজ। তার কথায়, “আমেরিকার চাপে এই চরম সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। ভারতের সঙ্গে নিজের বন্ধুত্ব রক্ষায় মোদির কথায় পাকিস্তান সরকারকে চাপ দিয়েছে আমেরিকা। যার কারণেই আমাকে গৃহবন্দী করা হল।'
গৃহবন্দী হলেও ভারতের বিরুদ্ধে নিজের অবস্থানে অনড় হাফিজ। কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্য যুদ্ধ জারি থাকবে বলে জানিয়েছে সদ্য গৃহবন্দী হওয়া হাফিজ।
নিজের পাক সরকারের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর একটি ভিডিও পোস্ট করে এ কথা জানিয়েছে লস্কর প্রধান।