যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিরুদ্ধে গণতন্ত্র অবমাননার অভিযোগ তুলেছে লেবার পার্টি। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়ে বক্তব্য দেয়ার পর দলটি টনি ব্লেয়ারের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
টনি ব্লেয়ার বেক্সিটের জন্য দেশটিতে শক্তিশালী বিরোধী দল না থাকাকে দায়ী করেন। এ বক্তব্যের পর লেবার পার্টির পক্ষ থেকে তার বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়, যদি ইংল্যান্ড বা ওয়েলসের রাস্তায় বেক্সিটের পক্ষের একশ মানুষকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হয় তারা বেক্সিটের পক্ষে কিনা? তারা বলবে, শুধু ডাভোসের বামরা ১৩ বছর পাশে থাকার কারণেই তারা বেক্সিটের পক্ষে ভোট দিয়েছে।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা