সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য বর্তমানে ৫০ লাখের বেশি মানুষ পালিয়ে অন্যান্য দেশে শরণার্থী হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
গতকাল বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, পাশের দেশ তুরস্ক, লেবানন, জর্দান, ইরাক এবং মিশরে পালিয়ে জীবন বাঁচিয়েছেন এই ৫০ লাখ মানুষ।
গত বছর (২০১৬) এই শরণার্থী সংখ্যা ছিল ৪৮ লাখ ৮ হাজার ৫৩১ জন। এখন তা দাঁড়িয়েছে ৫০ লাখ ৮ হাজার ৪৭৩ জনে। যা দেশটির মোট জনসংখ্যার ছয় ভাগের এক ভাগের বেশি। আর ২০১৫ সালের আগস্টে এ সংখ্যা ছিল ৩০ লাখ।
তবে শরণার্থীদের বেশি মানুষই তুরস্কে প্রবেশ করেছেন বলে জানা গেছে। এছাড়া ইউরোপসহ অন্যান্য অঞ্চলেও যাচ্ছেন এসব অসহায় মানুষ।