মালিতে চলমান জরুরি অবস্থার মেয়াদ আজ শুক্রবার থেকে আরও দশ দিন বাড়ানো হয়েছে। দেশটিতে প্রায় ১৬ মাস ধরে একটানা জরুরি অবস্থা বহাল রয়েছে। দেশটির সরকার একথা জানিয়েছে।
জিহাদিরা ২০১৫ সালের নভেম্বর মাসে বামাকোর রেডিসন ব্লু হোটেলে জিহাদিদের হামলার পর থেকে জারি করা জরুরি অবস্থার মেয়াদ বেশ কয়েক দফা বাড়ানো হয়েছে। জিহাদিদের ওই হামলায় ২০ জন প্রাণ হারায়। আল-কায়েদার আঞ্চলিক শাখা হামলাটির দায়িত্ব স্বীকার করে।
বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ এই জরুরি অবস্থা জারির ফলে সরকার আরও কঠোরভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ ও সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এছাড়াও এর ফলে সশস্ত্র বাহিনীর অভিযানের সক্ষমতা ও নিরাপত্তাও জোরদার হবে।
এতে আরও বলা হয়, ‘মালি ও ওই অঞ্চলে এখনো সন্ত্রাসবাদের হুমকির পাশাপাশি জানমালের ঝুঁকি রয়ে গেছে।’
সরকার জানায়, এই পদক্ষেপটিকে যদি উপযুক্ত মনে হয়, তবে আবারও নতুন করে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/এনায়েত করিম