ভারতের কেরালার রাজনীতিতে বহুবার বহু বিতর্ক তৈরি হয়েছে। উঠে এসেছে সেক্স স্ক্যান্ডেলের খবর। তেমনি আলোচিত ৭টি স্ক্যান্ডাল নিয়ে রইল কিছু তথ্য-
১) কুনহালিকুট্টি:
২০০৪ সালে প্রাক্তন মন্ত্রী কুনহালিকুট্টির সঙ্গে মুসলিম লিগের নেত্রী রেজিনা ফাতিমার সেক্স স্ক্যান্ডাল সংবাদ মাধ্যমের সামনে চলে আসে। রেজিনা একটি মালায়লি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন যে কুনহালিকুট্টির তাঁর সঙ্গে ৯০ এর দশকে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।
২) এ নীলালোহিথাদশন নাদার:
তিনবারের মন্ত্রী এবং বিধায়ক এ নীলালোহিথাদশন নাদার এর বিরুদ্ধে দুই মহিলা আমলা নালিনী নেট্ট এবং প্রাকৃতি শ্রীবাস্তব যৌন হেনস্থার অভিযোগ আনেন। নালীনিকে যৌন হেনস্থা করার জন্য ২০০৫ সালে নাদারের তিন মাসের জেল হয় এবং ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয়। নালিনীর অফিসের চেম্বারেই ১৯৯৯ সালের ২১ ডিসেম্বর নাদার তাকে যৌন হেনস্থা করে। ২০০০ সালে প্রাকৃতি শ্রীবাস্তবও নাদারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। এই অভিযোগের ভিত্তিতে নাদারের এক বছর জেলও হয়।
৩) পি এস জোসেফ:
২০০৬ সালে কেরালা কংগ্রেসের চেয়ারম্যান পি এস জোসেফের বিরুদ্ধে টেলিভিশন ব্যক্তিত্ব লক্ষ্মী গোপাকুমার যৌন হয়রানির অভিযোগ আনেন। তিনি জানিয়েছিলেন চেন্নাই থেকে কোচি ফ্লাইটে করে একদসঙ্গে যাওয়ার সময় জোসেফ তাকে যৌন হেনস্থা করেন। এই অভিযোগের পর ইস্তফা দেয় জোসেফ।
৪) পি শশী:
২০১০ সালে কান্নুরের সিপিএম নেতা পি শশীর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠে। একটি লিখিত অভিযোগ সহ দুটি অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। একটিতে DYFI এর এক নেতার স্ত্রী যৌন হেনস্থার অভিযোগ আনে। আর একটি অভিযোগ দায়ের হয় সিপিএম এর রাজ্য কমিটির এক নেতার পক্ষ থেকে। তিনি অভিযোগ করেছিলেন যে তাঁর মেয়ের সঙ্গে যৌন অসদাচরন করেছেন পি শশী।
5) গোপী কোট্টামুরিকাল:
বিরোধী দলের এক মহিলার সঙ্গে সিপিএম জেলা সম্পাদক গোপী কোট্টামুরিকালের যৌন দৃশ্যের ছবি ধরা পড়ে স্পাই ক্যামেরায়। এই অভিযোগ ওঠার পরেই দল থেকে বহিস্কার করা হয় গোপী কোট্টামুরিকালকে।
৬) রাজামোহন উন্নিথান:
মাঝরাতে AICC সদস্য রাজামোহন উন্নিথান ও মাজেরির সেবা দলের প্রাক্তন সম্পাদিকা যে বাড়িতে ছিলেন সেই বাড়িটিকে স্থানীয়রা ঘেরাও করে। ঘেরাও করে তাদের গ্রেফতার দাবি করে তারা। অনৈতিক পাচার আইনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
৭) গণেশ কুমার:
গণেশ কুমারের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ ওঠে। তাঁর স্ত্রী দাবী করে যে ১৪ বছর ধরে তার উপর শারীরিক অত্যাচার করেছে গণেশ কুমার। গণেশ কুমারও স্ত্রী এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে যে তার স্ত্রী নাকি তাকে মারধর করেন।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/হিমেল