ইরানপন্থী গ্রুপ হিজবুল্লাহ্র রকেট হামলার ভয়ে যুদ্ধজাহাজ বহরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দ্বিগুণ করছে ইসরাইল।
জার্মানিতে তৈরি হচ্ছে ইসরাইলের সা’র-৬ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ। প্রথমে নির্মাণাধীন যুদ্ধজাহাজগুলোতে একটি করে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী লাঞ্চার বসানোর ব্যবস্থা রাখা হয়েছিল। এখন সেখানে লাঞ্চারের সংখ্যা বাড়িয়ে দু'টি করা হচ্ছে।
সূত্রমতে, হিজবুল্লাহ ব্যাপক সংখ্যক দূরপাল্লার রকেট এবং গোলার মজুদ গড়ে তুলেছে। এতে উপকূল থেকে দূরবর্তী সাগরে মোতায়েন ইসরাইলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ বহর হিজবুল্লাহর সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ইসরাইল মনে করছে, লেবানন থেকে যে কোন সময় নৌজাহাজে রকেট হামলা করতে পারে হিজবুল্লাহ। সেই কারণেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত।
জানা গেছে, নির্মাণাধীন অত্যাধুনিক যুদ্ধজাহাজে দু’টি করে লাঞ্চার বসানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। আগামী বছর এই যুদ্ধজাহাজ ইসরাইলকে সরবরাহ করার কথা রয়েছে। অবশ্য, শেষ মুহূর্তে নকশা পরিবর্তন করায় যুদ্ধজাহাজ সরবরাহে আরো সময় লাগতে পারে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ