শনিবার থেকেই বন্ধ হয়ে গেল ভারতের জাতীয় রাজ্য সড়কের পাশে সকল ধরণের মদ বিক্রি। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নির্দেশিকায় বলা হয়েছে জাতীয় এবং রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে কোনও মদের দোকান রাখা যাবে না। এমনকি সড়ক সংলগ্ন রেস্তোরাঁ গুলিও মদ বিক্রি করতে পারবেন না।
সম্প্রতি জাতীয় ও রাজ্য সড়ক গুলিতে বেড়ে চলা দুর্ঘটনার কারণেই এই নির্দেশিকা বলে জানানো হয়েছে। তবে শুধু বিক্রিই নয় ৫০০ মিটারের মধ্যে মদের বিজ্ঞাপনও দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে মদ বিক্রেতাদের আবেদনের প্রেক্ষিতে ছোট শহরগুলির ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে।
জাতীয় এবং রাজ্য সড়ক সংলগ্ন ছোট শহরগুলির ক্ষেত্রে মদ বিক্রির নিষেধাজ্ঞা থাকবে ২২০ মিটার। তবে সেই সব শহরের জনসংখ্যা থাকতে হবে কুড়ি হাজার বা তার কম।
যদিও এই নির্দেশের বিরোধিতায় প্রায় ৭৫ জন মদ বিক্রেতা সুপ্রিম কোর্টে পিটিশন দিলেও তা কার্যত টেকেনি। বরং ৩১ মার্চের মধ্যে সমস্ত দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ ১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫