প্রেমিকের সাহায্যে দুই মেয়েকে বিষ দিয়ে হত্যা করল সৎ মা। মাধ্যমিক পরীক্ষার্থী ও তৃতীয় শ্রেণিতে পাঠরত দুই মেয়েকে ১৩ দিনের ব্যবধানে হত্যা করা হলো। শুধু হত্যা করাই নয়, অসুস্থ হয়েই দুই মেয়ের মৃত্যু হয়েছে বলে গ্রামবাসীদের কাছে দাবি করেন ওই মা। এর পরে প্রথা মাফিক কবর দেওয়া হয় দুই মেয়েকে।ঘটনাটি ঘটেছে ভারতের মালদহের হরিশ্চন্দ্রপুরের কোলহা গ্রামে।
যদিও পরপর দুই ভাগ্নির মৃত্যু ঘিরে সন্দেহ হয় মামার। এর পরেই ভারতের হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। জেরার পরে খুরশেদা বিবি নামে ওই মহিলাকে পুলিশ গ্রেফতার করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই কিশোরী এবং শিশুকে হত্যা করার জন্য মহিলাকে বিষ সরবরাহ করে অভিযুক্ত প্রেমিক।
দেশটির পুলিশের দাবি, মহিলার স্বামী শেখ বাদল হত্যার কথা জেনেও চুপ করেছিল। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান, শুধু নিজের দুই মেয়ের হত্যার কথা নয়, স্ত্রীর অবৈধ সম্পর্কের কথাও জানত শেখ বাদল। কিন্তু অবৈধ সম্পর্কের একমাত্র সাক্ষী দুই মেয়েকে সরিয়ে দেওয়ার পরে স্ত্রী আর প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখবে না, এই ধারণা থেকেই পুরো ঘটনা মেনে নিয়েছিল সে। যদিও অভিযুক্ত প্রেমিক মহম্মদ সারোয়ার জাহান ওরফে শেখ লিটন পলাতক।
পুলিশের জেরায় ওই মহিলা স্বীকার করে, দুই সৎ মেয়েকে সেই হত্যা করেছে। এরপরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুক্রবার দুই মেয়ের দেহ তোলা হয় কবর থেকে। মৃতদেহ দু’টিই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা যায়, পেশায় শ্রমিক শেখ বাদলের প্রথম পক্ষের দুই মেয়ে ও এক ছেলে ছিল। বছর দু’য়েক আগে প্রথম পক্ষের স্ত্রী মাইনুর বিবির মৃত্যু হয়। এরপরে খুরশেদাকে বিয়ে করেন শেখ বাদল। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে গ্রামেরই যুবক শেখ লিটনের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে খুরশেদা। সৎমায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিল মেয়েরাও। এর প্রতিশোধ নিতে গত ১৪ মার্চ দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে মারা হয় মাধ্যমিক পরীক্ষার্থী সোমা খাতুনকে। এরপরে গত ২৭ মার্চ দুধ মুড়ির সঙ্গে বিষ খাওয়ানো হয় তৃতীয় শ্রেণির পড়ুয়া ছোট মেয়ে ফাতিমা খাতুনকে। পরপর দুই ভাগ্নির মৃত্যুতে সন্দেহ হয় তাদের মামা গ্রামেরই বাসিন্দা ইউসুফ আলির। তিনি ঘটনার অভিযোগ জানিয়ে ভারতের হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হন। বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করা হয় শেখ বাদল ও খুরশেদাকে। জেরায় ওই মহিলা ভেঙে পড়ে দুই মেয়েকে হত্যার কথা স্বীকার করেন। খুরশেদা বিবির প্রেমিক শেখ লিটনকে ধরার জন্য তল্লাশি শুরু করেছে দেশটির পুলিশ। সূত্র: এবেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার