দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুশ নারী স্নাইপারদের সাদা-কালো ছবি রঙিন করে প্রকাশ করেছে রাশিয়া। যুদ্ধের সময় পুরুষদের পাশাপাশি বীরের মতো নাৎসি সৈন্যের সঙ্গে লড়াই করেছিল রুশ নারীরা। হত্যা করেছিল ৩০৯ জন নাৎসি সেনাকে।
প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ওলগা সিরনিনা নামের এক রুশ মহিলা সেনানীকে যিনি হাতে স্নাইপার রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া দেখা যাচ্ছে লদমিলা পাভলিচেনকো নামের এক মহিলাকে৷ যিনি ছিলেন রুশ সেনার অন্যতম বীর মহিলা স্নাইপার।
ছবিগুলির মধ্যে রয়েছে রোজা সানিনা নামের এর নারী সৈন্যদল। যিনি ৫৯ জন জার্মান সৈন্যকে হত্যা করেছিলেন। উদ্যোক্তারা জানিয়েছেন, খুব কম সংখ্যক রুশ নারী সেনার ছবি রয়েছে। তাই থেকেই এই পদক্ষেপ গ্রহণ।এই ছবি গুলি বিশ্বের সামনে এলে আরও বেশি করে মানুষ রুশ সামরিক ব্যবস্থার ইতিহাস সম্পর্কে অবগত হবেন বলে জানিয়েছেন উদ্যোগক্তারা।
১৯৪১-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন রুশ সেনাবাহিনীতে ছিল ২হাজার জন মহিলা সেনানী।এদের মধ্যে প্রায় পাঁচশো জন লড়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ ই জাহান