একদিকে যখন গরু হত্যাকে কেন্দ্র করে তোলপাড় গোটা ভারত। তার মধ্যেই গো-রক্ষার জন্য অনশনে বসতে চলেছেন এক মুসলিম যুবক। ভারতের গুজরাটে এক মুসলিম যুবক গো-রক্ষার জন্য এগিয়ে এসেছেন। গোরক্ষার জন্য ৪৮ ঘণ্টা তিনি অনশন করবেন বলে জানা গেছে।
সেই মুসলিম যুবকের নাম জবর জাত। গুজরাটের কুদবে গ্রামের বাসিন্দা তিনি। আগামী ২০ জুলাই থেকে এই অনশন শুরু করবেন তিনি। তার নিজের ১৬টি গরু ও নয়টি মহিষ রয়েছে। সেগুলির চারণ করার জায়গার অভাব। আর সেইজন্য ডিস্ট্রিক্ট কালেকটরকে চিঠিও দিয়েছেন তিনি।
তার দাবি, প্রত্যেক কৃষককে গরু পোষার জন্য সরকার থেকে ভর্তুকি দিতে হবে। প্রত্যেক গোশালার অন্তত ৫০ শতাংশ খরচ বহন করতে হবে সরকারকে। কৃষকদের থেকে সরকারকে গরুর গোবর থেকে তৈরি সার কিনতে হবে বলেও জানান তিনি। এইসব দাবি নিয়েই অনশনে বসবেন তিনি।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯