মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের উদ্ধৃতি দিয়ে আল-সুমারিয়া টিভি চ্যানেল মঙ্গলবার জানিয়েছে, আইএস নেতা আবু বকর আর-বাগদাদি নিহত হয়েছেন।
টিভি চ্যানেলটি ইরাকের নিনেভেহ প্রদেশের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানায়।
সূত্র জানায়, আইএস-এর বন্দুকধারীরা তাদের নেতা আবু বকর আল-বাগদাদি নিহত এবং নতুন 'খলিফা'র নাম ঘোষণা করে একটি সংক্ষিপ্ত বিবৃতি ইস্যু করেছে।
এর আগে কিছু ইরানি সংবাদ মাধ্যম আবু বকর আল-বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে কিছু ছবি প্রচার করে।
গত জুনের মাঝামাঝি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, প্রাথমিক তথ্য মতে মে মাসের শেষ দিকে সিরিয়ায় রাশিয়ার এক বিমান হামলায় আইএস নেতা ও তিন শ' আইএস যোদ্ধা নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/আরাফাত