অভিবাসী শ্রমিকদের সহায়তায় হটলাইন চালু করেছে কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটস। কুয়েতের অভিবাসী শ্রমিকদের বিভিন্ন আইনি অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই হটলাইন চালু করা হয়েছে।
আরবি, ইংরেজি, ফিলিপিনো, হিন্দি এবং উর্দু- এই পাঁচটি ভাষায় অভিবাসী শ্রমিকের প্রশ্নে আইন এবং শ্রম অধিকার সংক্রান্ত পদ্ধতির উত্তরসহ পরামর্শ দেবেন বিশেষজ্ঞরা।
কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটসের সভাপতি খালিদ আল-হামিদি বলেন, এই হটলাইনের মাধ্যমে যে সকল প্রবাসী কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েন তারা এখানে আইনি পরামর্শ চাইতে পারেন। এখানে বিশেষজ্ঞদের দ্বারা জবাব দেয়া হবে। এটি শ্রম অধিকার সম্পর্কিত আইন ও পদ্ধতি সম্পর্কে অভিবাসী শ্রমিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সেবা প্রদান কেন্দ্র। ইতোমধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া অভিবাসী শ্রমিকদের অনেক অভিযোগ পেয়েছি। এখন থেকে যে কোন প্রবাসী যে কোন আইনি পরামর্শ ও সহযোগিতা পেতে পারেন এই হটলাইন ২২২১৫১৫০ নম্বরে।
বিডি প্রতিদিন/১৩ জুলাই, ২০১৭/ফারজানা