বিশেষ সুবিধা পাওয়ার জন্য এক জেল কর্মকর্তাকে দু’কোটি রুপি ঘুষ দেওয়ার অভিযোগ উঠল ভারতের তামিলনাড়ু রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকের প্রধান ভি. শশীকলার বিরুদ্ধে। একই সঙ্গে অভিযোগ জেলের নিয়ম ভেঙে সেখানে তিনি একটি আলাদা রান্নাঘরের ব্যবস্থাও করেছেন। একই সঙ্গে নিয়ম ভেঙে নেত্রী বাইরে থেকেও খাবার আনাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
সম্পত্তি সংক্রান্ত মামলায় বর্তমানে ভারতের বেঙ্গালুরুর একটি সংশধোনাগারে বন্দী রয়েছেন এআইডিএমকের প্রাক্তন নেত্রী শশীকলা। তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন কর্ণাটকের জেল ডিআইজি রূপা মুদগল৷ তাঁর অভিযোগ জেলের কোনও নিয়মই কার্যত মানছেন না এডিআইএমকে নেত্রী। বরং জেলেই নিজের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন তিনি। একটি রান্নাঘরের বন্দোবস্তও তিনি করেছেন। সেখানে নিজেই রান্না করছেন। এছাড়াও নিয়ম করে বাইরে থেকে প্রতিদিন খাওয়ার আনাচ্ছেন। পাশাপাশি বেআইনি বহু কাজকর্ম করছেন তিনি। তাঁর এই কীর্তি সবটাই জেলের এক সিনিয়র কর্মকর্তা জানেন বলেও অভিযোগ করেছেন ডিআইজি রূপা মুদগল।এর জন্য ওই কর্মকর্তকে দু’কোটি রুপি ঘুষও দেওয়া হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন ডিজি রূপা মুদগল। খবর কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার