পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ শরীফ ও তার সন্তানদের দৃশ্যত দোষী সাব্যস্ত করেছে সুপ্রিম কোর্ট গঠিত জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি)। ফলে তিনি প্রধানমন্ত্রিত্ব ধরে রাখতে পারবেন কিনা তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতে যদি নওয়াজ শরীফ অযোগ্য হন, তাহলে পাকিস্তানের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ তার স্থলাভিষিক্ত হতে পারেন।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, জেআইটি তাদের রিপোর্ট জমা দেয়ার পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে দলের নীতিনির্ধারণী মহলের। তাতে উপস্থিত ছিলেন শাহবাজ শরীফ। দৃশ্যত এখন পর্যন্ত জেআইটির রিপোর্টে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় নি। ফলে বিরোধী দল ও মিডিয়ার আক্রমণ থেকে তিনি রক্ষা পেয়েছেন।
নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এর (পিএমএলএন) একজন নেতা বলেছেন, এ কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছেন শাহবাজ শরীফ। এই সংকটের সময়ে তিনি তার ভাইয়ের পাশে রয়েছেন। পাশাপাশি যাদেরকে খুব বেশি প্রয়োজন তাদের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন।
বিডি প্রতিদিন/ ১৩ জুলাই, ২০১৭/ ই জাহান