ডিআর কঙ্গোতে নতুন করে আরো ৩৮টি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার দেশটির সংঘাতপূর্ণ মধ্যাঞ্চলের কাসাইয়ে সম্ভাব্য এসব গণকবরের সন্ধান পাওয়া যায় বলে জানা গেছে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত ওই অঞ্চলে কমপক্ষে ৮০টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেপ্টেম্বর থেকে নিরাপত্তা বাহিনী ও উপজাতি মিলিশিয়াদের মধ্যে সংঘাতে এসব লোক প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, আন্তর্জাতিক গোষ্ঠী এ সংঘাতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। রোমান ক্যাথলিক চার্চের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাতে তিন হাজারের বেশি লোক নিহত হয়েছেন। এছাড়া এ সংঘাতের কারণে কাসাই অঞ্চল থেকে প্রায় ১৩ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানা গেছে।
জাতিসংঘের তথ্য মতে, এ মাসে তদন্ত দল কামোনিয়া ভূ-খণ্ডের দিবোকো ও সামবুলা এলাকায় সর্বশেষ এসব গণকবরের সন্ধান পায়।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ