আগেই চীনের হুমকি-কাশ্মীরের বিষয়ে তারা হস্তক্ষেপ করবে৷ এবার কাশ্মীরে চীনা হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তার দাবি, অযাচিতভাবে জম্মু-কাশ্মীরের বিষয়ে নাক গলাচ্ছে চীন৷
শনিবার ভারতের নয়াদিল্লিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন মেহবুবা মুফতি। বৈঠকের পরে সাংবাদিকদের এসব কথা জানান মেহবুবা।
মেহবুবা বলেন, দেশজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে অমরনাথ যাত্রীদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছেন তিনি। তার কথায়, বিদেশি শক্তি কাশ্মীরে নাক গলাচ্ছে, দুর্ভাগ্যবশত চীনও করছে অবাঞ্ছিত হস্তক্ষেপ।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৭/আরাফাত