সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্পবসনায় এক তরুণীর ভিডিও প্রকাশ করা নিয়ে তদন্ত করছে সৌদি কর্তৃপক্ষ। খুলউদ নামক এ তরুণী মডেল দেশটির রিয়াদের ঐতিহাসিক দূর্গে নিজের হাঁটার ভিডিও প্রকাশ করেন। এ ভিডিও সৌদি রক্ষণশীল সমাজের পোষাক আইনের নিয়মভঙ্গ হয়েছে বলে সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে সমালোচনার জন্ম দেয়। এমন আপত্তিকর ভিডিও প্রকাশ করাতে শরীয়া লঙ্ঘনের দায়ে ওই মডেলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন অনেকেই।
শুক্রবার স্ন্যাপচ্যাটে প্রাথমিকভাবে ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর টুইটারসহ নানা মাধ্যমে প্রকাশ পায়। ভিডিওতে দেখা যায়, খুলউদ উশায়ক্বিরের ঐতিহাসিক দূর্গ এলাকার খালি রাস্তা ধরে হাঁটছেন। এরপরই সৌদি কর্তৃপক্ষ দ্রুত টুইটার থেকে ভিডিওটি তুলে নেয়। অনেকে বলেছেন, খুলউদকে শাস্তি দিতে আবার অনেকে তার ইচ্ছাধীন পোষাক পরিধানের অনুমতির দাবি জানান।তবে দেশটির সংবাদপত্রের প্রতিবেদনে দেখা গেছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশকে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার