মার্কিন সেনার বিমান হামলায় সন্ত্রাসবাদের অন্যতম মুখ আবু সাইদকে হত্যার পর আফগানিস্তানে ক্রমশই দুর্বল হচ্ছে আইএস।সম্প্রতি পেন্টাগনের পক্ষ থেকে এমনই বক্তব্য উঠে এসেছে। পেন্টাগনের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে, অনুমান করা হচ্ছে আফগানিস্তানে এখনো বহু আইএস জঙ্গি লুকিয়ে আছে।
পেন্টাগনের পক্ষ থেকে নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, তাদের অনুমান আফগানিস্তানে ১,০০০-এর বেশি জঙ্গি রয়েছে। কিন্তু হামলার পরিবর্তে এখন তারা নিজেদের অস্তিত্ব রক্ষার দিকেই মন দিয়েছে বলে মত। তিনি আরো জানিয়েছেন, গত এক বছরে এই নিয়ে তৃতীয়বার আইএসের কোন প্রধান মার্কিন হামলায় নিহত হয়। মৃত জঙ্গি আবু সইদ আফগানিস্তানে আইএসকে নেতৃত্ব দিত বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার