মোবাইল ফোন ব্যবহারে বাধা দেয়ায় ভারতের রাষ্ট্রীয় রাইফেলসের এক মেজরকে গুলি করে হত্যা করেছে দেশটির এক সেনা। ঘটনাটি ঘটেছে পাক-ভারত সীমান্তে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে।
এ ব্যাপারে আজ এনডিটিভি'র এক প্রতিবেদনে বলা হয়, কতর্ব্যরত অবস্থায় সেনারা কেউ মোবাইল ব্যবহার করছেন কিনা তা দেখতেই সেনা ছাউনিতে যান ৭১নং রাষ্ট্রীয় রাইফেলসের মেজর শিখর থাপা। এসময় মোবাইলসহ হাতেনাতে ধরা পড়েন এক সেনা। ব্যবহারকারীর মোবাইলটি বাজেয়াপ্ত করেন থাপা।
এ ঘটনার একদিন পর ভাঙা এবং অকেজো অবস্থায় ফোনটি ফেরত পান ওই সেনা। এতে প্রবল ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় মেজরের দিকে রাইফেল তাক করে পরপর দু'বার গুলি চালান অভিযুক্ত সেনা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মেজর থাপার।
জানা গেছে, এ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৭/ওয়াসিফ