ভারতীয় টিভি শো-র উপর পাকিস্তানে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছেইল, তা অবশেষে তুলে নিল লাহোর হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের তরফ থেকে জানানো হয়ে যে, ভারতীয় টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে কোনও অভিযোগ নেই।
লাহোর হাই কোর্টের প্রধান বিচারপতি মনসুর আলি শাহ বলেন, ভারতীয় টেলিভিশনে কোনও পাকিস্তানি বিরোধী অনুষ্ঠান সেন্সরে ফেলা যেতে পারে। তবে সম্পূর্ণ বন্ধ করার কোনও প্রয়োজন নেই। গোটা বিশ্বটাই একটা গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে আর সেইজন্যই এই নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় বেশ কয়েকটি বেসরকারি চ্যানেল বিনা অনুমতিতে ভারতীয় চ্যানেলগুলির টক শো, রিয়ালিটি শো সহ বিভিন্ন অনুষ্ঠান দেখাচ্ছে বলে অভিযোগ উঠছিল। এছাড়া ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
Pakistan Electronic Media Regulatory Authority (Pemra) পেমরা-এর আইন অনুসারে, স্থানীয় টিভি চ্যানেলগুলিতে ৫ শতাংশ বিদেশি অনুষ্ঠান দেখানো যায়। তবে বেশিরভাগ চ্যানেলই বিদেশি অনুষ্ঠানগুলির উপরেই নির্ভর করে থাকে। ভারত, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের চ্যানেলগুলির অনুষ্ঠানগুলি পাকিস্তানে বেশ জনপ্রিয়। কিন্তু উরি হামলা এবং ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকে।
বলিউডে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি ওঠে। বিভিন্ন শহরে পাকিস্তানি গায়কদের অনুষ্ঠানও বাতিল হয়ে যায়। এরই পাল্টা হিসেবে এবার ভারতীয় ছবি ও চ্যানেলগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান।
বিডি-প্রতিদিন/ ১৯ জুলাই/ আব্দুল্লাহ সিফাত-৬