ব্রাজিলের উত্তর-পূর্ব অংশে সমুদ্রে যাত্রীবাহী বোট ডুবে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। ১০০ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়া বোটটি এখনও ১২ জন নিখোঁজ আছেন।
শুক্রবার দেশটির নৌবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল ফ্লাভিও আলমেডি বলেন, বাইয়া রাজ্যের রাজধানী সালভাদোরে সমুদ্রে বোটটি ডুবে যায়। নৌবাহিনী ২১ জনের মরদেহ উদ্ধার করে। এখনও নিখোঁজদের খুঁজতে কাজ চলছে।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/এনায়েত করিম