মানবদেহ ৪শ বছর টিকে থাকার উপযোগী তবে গলদপূর্ণ জীবনযাত্রায় ডেকে আনা বিভিন্ন রোগ অল্প দিনেই জীবন শেষ করে দেয় বলে তত্ত্ব দিয়েছেন ভারতের ইয়োগা গুরু রামদেব। সেই সঙ্গে রোগমুক্ত ও ওষুধ থেকে দূরে থাকার জন্য স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামে মনোযোগ দিতে বলেছেন পতঞ্জলি আয়ুর্বেদের এই সত্ত্বাধিকারী।
শুক্রবার ন্যাশনাল কোয়ালিটি কনক্লেভে কথা বলছিলেন রামদেব। এসময় তিনি ইয়োগার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উপস্থিত দর্শনার্থীদের দ্রুত এগিয়ে যেতে থাকা এ বিশ্বে কীভাবে মানসম্পন্ন জীবনযাপন করা যাবে সে বিষয়ে পরামর্শ দেন।
‘এটা কিছুই না, একজন চাইলেই তার খাদ্যাভ্যাসে লাগাম টানতে পারে সুস্বাস্থ্যের জন্য।’ এসময় রামদেব এটা করে বিজেপি সভাপতি অমিত শাহ ৩৮ কেজি ওজন কমিয়েছেন বলেও উপস্থিতদের জানান।
বলেন, আমি অমিত ভাইয়ের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছি। তিনি ডিনার ও লাঞ্চে সিদ্ধ সবজি ও স্যুপ খেয়ে ৩৮ কেজি ওজন কমিয়েছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন