২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ বারবারই উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে আসে, ২০টি রাজ্যে রাশিয়ান হ্যাকারদের উপস্থিতি ছিল। আর সেই তালিকায় এবার যুক্ত হলো যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রাজ্য উইসকনসিনের নামও।
এ ব্যাপারে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর নিশ্চিত করে যে, শুক্রবার তাদের অনুসন্ধানে রাশিয়ার হ্যাকারদের আক্রান্ত হওয়া ২১তম রাজ্য বেরিয়ে এসেছে এবং সেটি হচ্ছে উইসকনসিন। তবে অন্যান্য রাজ্যগুলোর মতোই এখানেও ভোটের ফলাফলে কোন ধরণের নিয়ন্ত্রণ নিতে পারেনি হ্যাকাররা।
রাজ্যটির নির্বাচন কমিশনের ব্যবস্থাপক মাইকেল হাস বলেন, নিরাপত্তা দফতর থেকে জানানো হয়েছে যে, গত বছরের নির্বাচনে এখন পর্যন্ত ২১টি রাজ্যে রাশিয়া সরকারের সাইবার হামলা ঘটেছে। তারা ভোটারদের নিবন্ধন প্রক্রিয়াকে লক্ষ্য করে এ হামলা চালায়।
এদিকে জুন মাসে কংগ্রেসকে অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর বলেছিল, নির্বাচনকে লক্ষ্য করে সাইবার হামলা চালালেও ভোটের ফলাফল পরিবর্তন করে ফেলার মত এখনও কোন প্রমাণ পাননি তারা।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ