আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের বালা বুলুক জেলায় সেনা অভিযানে তিন তালেবান জঙ্গি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও সাতজন।
শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাতে এ সেনা অভিযান চালানো হয়। এ সময় তারা জঙ্গিদের সাতটি বাঙ্কার গুঁড়িয়ে দেয় এবং ১৬টি বোমা ও স্থলমাইন নিস্ক্রিয় করে।
প্রসঙ্গত, তালেবান আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তথাকথিত বার্ষিক হামলা শুরু করায় এ বছরের শুরু থেকেই ইরান সীমান্তবর্তী এ প্রদেশে তালেবান জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে।
তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: সিনহুয়া
বিডি-প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ