হারিকেন মারিয়ার আঘাতে লণ্ডভণ্ড পুয়ের্তো রিকোর জন্য ২ হাজার ৯শ’ কোটি ডলারের জরুরি সাহায্যের একটি বিশাল প্যাাকেজের অনুমোদন দিতে কংগ্রেসের প্রতি আবেদন জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এএফপিকে কর্মকর্তারা একথা জানান।
খবরে বলা হয়, পুয়ের্তো রিকোর প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে ট্রাম্প এমন এক জরুরি প্যাকেজের আবেদন জানাবেন যেখানে বন্যা সংক্রান্ত একটি বীমা কর্মসূচি চালু রাখতে ১ হাজার ৬শ’ কোটি ডলারের একটি অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্প এবং ১ হাজার ২শ’ ৭৭ কোটি ডলারের ত্রাণ কর্মসূচি অন্তর্ভূক্ত থাকবে।
তবে কবে নাগাদ এ আবেদন জানানো হবে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো ইঙ্গিত দেয়া না হলেও শীর্ষ রিপাবলিকানরা জানান, এ মাসের মাঝামাঝি সময়ে প্যাকেজটির অনুমোদন দেয়া হবে।
ট্রাম্প মঙ্গলবার এ মার্কিন দ্বীপটি সফর করেন। তার এই সফরের পরপরই এ খবর প্রকাশ পেল।
বিডি প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৭/এনায়েত করিম