ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ১১ আইএসআইএস জঙ্গিকে নিহত হয়েছেন। বৃহস্পতিবার অচিন জেলায় এ হামলা চালানো হয়।
মামান্দ দারা ও দাব গ্রামে অস্ত্র মজুত ছিল ধারণা করে বিমান হামলা চালানো হলে সেখানে বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনা নিয়ে এখনও কোনো গোষ্ঠী তাদের মতামত প্রকাশ করেনি।
গত সপ্তাহে একইভাবে বিমানহানায় ৫ আইএসআইএস জঙ্গিকে হত্যা করা হয়। সেই ঘটনাটিও ঘটিয়েছিল মার্কিন সেনারা।
বৃহস্পতিবারই ইরাকের কিরকুক প্রদেশকে আইএস মুক্ত বলে ঘোষণা করে ইরাক সরকার। এতদিন আল হাভিজা শহরে আইএস জঙ্গিদের দখলে ছিল। বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুরোপুরি আইএস মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গোটা শহর নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও জঙ্গিদের খোঁজে এখনও চলছে তল্লাশি অভিযান। আল-হাভিজা শহর থেকে আইএস মুক্ত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি বিশেষ অভিযান শুরু করে।
বিডি প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৭/এনায়েত করিম