কয়েকদিন আগে হানিপ্রীতের প্রাক্তন স্বামী সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিনেল। এবার মুখ খুললেন তার মামা। দীর্ঘ ৩৭ দিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন হানিপ্রীত ইনসান। অবশেষে মঙ্গলবার, পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর হানিপ্রীতের মামা অশোক বব্বর তার ব্যাপারে মন্তব্য করেন।
নিজের ডেরারই দুই সাধ্বীকে ধর্ষণ করার জন্য এখন শ্রীঘরে ভণ্ডবাবা রাম রহিম সিংহ। বাবা গ্রেফতার হওয়ার পর থেকেই মেয়ে পলাতক ছিল। মঙ্গলবার পুলিশের কাছে ধরা দেওয়ার পরেই, হানিপ্রীতের মামা এক হিন্দি সংবাদমাধ্যমের কাছে জানান যে, ‘যা হয় তা ভালোর জন্যই হয়’।
অশোক বব্বর বলেন, ‘‘সকাল থেকেই টিভি চ্যানেলে হানিপ্রীত সম্পর্কে বিভিন্ন খবর আসছিল। তখন থেকেই বুঝতে পারছিলাম যে খুব শীঘ্রই হানিপ্রীত হাইকোর্টে আত্মসমর্পণ করবে বা পুলিশের কাছে গ্রেফতার হবে। শেষ পর্যন্ত যা হয়েছে, ভাল হয়েছে। এবার সত্যিগুলো সামনে আসবে।’’
তিনি জানান, তিনি চাইছিলেন যাতে হানিপ্রীত আত্মসমর্পণ করুক। সংবাদমাধ্যমে হানিপ্রীতকে আত্মসমর্পণ করারও পরামর্শ দেন অশোক বব্বর এবং হানিপ্রীতের দুঃসম্পর্কের ভাই বিজয় তনেজা।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর ২০১৭/হিমেল