আগামী সপ্তাহে আসছে স্বাধীনতা ঘোষণা। এরইমধ্যে কাতালানদের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ এনেছে স্পেন সরকার। স্বাধীনতা ঘোষণার বিষয়ে বক্তব্য দেয়ার পর কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুইগডেমন্টকে আইনের পথে ফেরার আহ্বানও জানানো হয়েছে।
স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ স্বাধীনতার দাবিতে আয়োজিত ভোটকে 'অবৈধ', 'অগণতান্ত্রিক' আখ্যা দিয়েছিলেন। তার প্রতিক্রিয়ায় 'রাজা স্পেন সরকারের হয়ে লাখ লাখ কাতালানদের অবজ্ঞা করছেন' বলে মন্তব্য করেন কার্লেস পুইগডেমন্ট।
স্পেন সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়, কার্লেস পুইগডেমন্ট যেভাবে রাজার সমালোচনা করেছেন তা 'বাস্তবতা বিবর্জিত'। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৭/ফারজানা