'২০০২ সালে ফেব্রুয়ারি মাসে গুজরাটে দাঙ্গা বন্ধ করতে কোনো পদক্ষেপ নেননি' এমন অভিযোগ আনা হয়েছিল গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। বৃহস্পতিবার সে অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে।
সেই সংঘর্ষে ৬৯ জন প্রাণ হারান। তদন্ত করতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করা হয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তদন্তে উঠে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি যথাসাধ্য ব্যবস্থা নিয়েছিলেন। সিটের তদন্তের পরিপ্রেক্ষিতে মোদি ও অন্যান্য উচ্চ কর্মকর্তাদের ক্লিনচিট দেয় নিম্ন আদালত।
পরে দাঙ্গায় নিহত কংগ্রেস নেতা এহসান জাফরির স্ত্রী জাকিয়া নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৪ সালে হাইকোর্টে পিটিশন দায়ের করেন। কিন্তু সেই পিটিশন বৃহস্পতিবার গুজরাট হাইকোর্ট রিজ করে দেয়। সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৭/ফারজানা