বিতর্ক যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। তাই ডোকা লা সীমান্ত নিয়ে সমস্যা রয়েই গেল। দুই মাস আগে যেখানে ভারত ও চীন সেনা মুখোমুখি দাঁড়িয়ে ছিল সেখান থেকে ঠিক ১০ কিলোমিটার দূরে ৫০০ সেনা মোতায়েন করে চীন নতুন করে অসমাপ্ত প্রকল্প ওয়ান বেল্ট ওয়ান রোড বাস্তবায়িত করতে শুরু করে দিয়েছে। আর তাই ফের বিতর্কে ডোকা লা সীমান্ত।
তপ্ত হতে চলা পরিস্থিতির মধ্যে নয়াদিল্লি থেকে প্রতিরক্ষা মন্ত্রালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রাস্তা তৈরি করার জন্য চীন সেখানে সরঞ্জাম নিয়ে প্রস্তুত করেছে। এখন তারা রাস্তা তৈরি করতে একগুঁয়েমি মনোভাব দেখাচ্ছে। ৫০০ সেনা মোতায়েন করে রাস্তা তৈরির কাজে নেমেছে তারা। এমনকী চীনের শহর ইয়াতুঙয়ে শ্রমিকদের থাকার ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে। যা এই সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই বিষয়ে কোনও কিছু জানায়নি পর্যন্ত তারা।
নতুন করে ডোকা লা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় এখন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের কথাই সকলের মনে পড়ছে। তিনি বলেছিলেন, ‘পাকিস্তান এবং চীনের মত প্রতিবেশী নিয়ে ঘর করতে হয় ভারতকে। যে কোনও পরিস্থিতির মোকাবিলা সব সময় প্রস্তুত থাকতে হবে। চীন পেশিশক্তির আস্ফালন করছে।’
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ তাফসীর