প্রথম পরমাণু মেগা বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২০০০ মেগাওয়াট হবে বলে জানিয়েছেন পাক মন্ত্রী আহসান ইকবাল।
একাধিক অসুবিধা সত্ত্বেও নিরবিছিন্নভাবে পরমাণু শক্তি কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, ২০৫০ সালের মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে পাকিস্তান।
অন্যদিকে, গত বছরই এক প্রতিবেদনে আমেরিকার থিংক ট্যাংকরা কার্যত আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে পাকিস্তান পঞ্চম বৃহত্তম পরমাণু অস্ত্রধর দেশে পরিণত হবে। আর সেই পথেই এখন ক্রমশ এগিয়ে যাচ্ছে ইসলামাবাদ।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৭/হিমেল