লস্কর-ই-তৈয়বার নেতা হাফিজ সাঈদের প্রতি প্রকাশ্যে সমর্থনের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। একটি পাকিস্তানি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়া সময় তিনি জানান, লস্কর-ই-তৈয়বা তার পছন্দের। শুধু তাই নয়, হাফিজ সাঈদের সঙ্গে তিনি দেখা করেছেন।
পারভেজ মোশাররফ বলেন, আমি লস্কর-ই-তৈয়বার সবচেয়ে বড় সমর্থক। আমি জানি তারা এবং জামাত-উদ-দাওয়াও (লস্কর-ই-তৈয়বার অঙ্গসংগঠন) আমাকে পছন্দ করে।
সরকার কোনও প্রমাণ পেশ করতে না পারায় আদালত হাফিজ সাঈদের নজরবন্দির সময়সীমা বৃদ্ধিতে নিষেধাজ্ঞা জারি করে। ১০ মাস নজরবন্দি থাকার পর মুক্তি পান হাফিজ সাঈদ। তার মুক্তিতে আমেরিকা কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে। তবে পাকিস্তান সরকার হাফিজ সাঈদকে অন্য কোনও মামলায় হেফাজতে রাখতে অস্বীকার করে। মুক্তির পরে পরেই হাফিজ সাঈদ স্পষ্ট জানিয়ে দেয় কাশ্মীর স্বাধীন হবে।
২০০৮ সালে নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সঙ্গে হাফিজ সাঈদ যুক্ত ছিলেন বলে দাবি করা হয়। সেই হামলায় আমেরিকায় ছয় নাগরিক নিহত হন। হাফিজ সাঈদকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জন্য পুরস্কারও ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা