আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। চলছে পাল্টাপাল্টি হুমকি আর মহড়া। তবে এই পরিস্থিতিকে শান্ত করার জন্য সবাইকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে চীন। গতকাল সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এই কথা জানায়।
এর আগে রবিবার উত্তর কোরিয়া বলে, জাতিসংঘের ফের অবরোধ আরোপ যুদ্ধ ঘোষণার সামিল। এরপরই চীনের পক্ষ থেকে এই মন্তব্য আসলো।
প্রসঙ্গত, বারবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করে একটি প্রস্তাব পাস করে। তারই প্রেক্ষিতে উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।
এ ব্যাপারে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, জাতিসংঘের প্রস্তাবটি হয়তো অবরোধকে আরও শক্তিশালী করবে। কিন্তু এটা সাধারণ মানুষের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ এতে স্বাভাবিক অর্থনৈতিক লেনদেন, সহযোগিতা কিংবা মানবিক সহায়তায় কোনো অবরোধ আরোপ করা হয়নি।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাত্কারে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ