আফগানিস্তানের বাঘলান প্রদেশে হামলা চালাল তালেবান জঙ্গিরা। রবিবার সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে সেনা এবং পুলিশ চেকপোস্ট। অতর্কিকে সেনা পুলিশ চৌকিতে ঢুকে পড়ে এলোপাথারি গুলি চালাতে থাকে তালেবান জঙ্গিরা। সেই সঙ্গে চলে গ্রেনেড বিস্ফোরণ।
আচমকা হামলায় সাময়িকভাবে বেকায়দায় পড়ে যায় কর্তব্যরত পুলিসকর্মী এবং সেনারা।
জঙ্গিদের এলোপাথারি গুলিতে কমপক্ষে ২০ জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
তবে জঙ্গিদের হামলার পাল্টা জবাব দিতে ছাড়েননি আফগান সেনারা। বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় এবং গ্রেনেড হামলা চলে। পরে সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা। তবে মৃতদের মধ্যে কয়েকজন জঙ্গিও রয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেক্য, গত ৬ সেপ্টেম্বর আফগানিস্তানের তখার প্রদেশে হামলা চালিয়েছিল তালেবান। সেখানে সংঘর্ষে মৃত ৮ পুলিসকর্মীর দেহে আগুন ধরিয়ে দিয়েছিল তারা।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর