সিরিয়া সফর শেষ করে দেশে ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল আবখাজিয়ার প্রধানমন্ত্রী গানাডি গাগুলিয়ার। রাশিয়ার সোচি বিমানবন্দরে অবতরণের পর দেশে ফেরার সময় স্থানীয় সময় রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
সিরিয়া সফরে যাওয়া আবখাজিয়ার প্রতিনিধি দলে ছিলেন দেশটির প্রেসিডেন্ট রাহুল খাজিমবাও। দুর্ঘটনায় সময়ও উপস্থিত থাকলেও তিনি অক্ষত আছেন। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে রাহুল খাজিমবা বলেছেন, এ ঘটনা সন্ত্রাসী কিংবা জঙ্গি গোষ্ঠী ঘটায়নি বরং এটি নিছকই সড়ক দুর্ঘটনা। সূত্র: আরটি
বিডি প্রতিদিন/ফারজানা