জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতজুড়ে ভারত 'বনধ'-এর ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস, বাম দলসহ আরেও কয়েকটি রাজনৈতিক দল। তবে নীতিগত সমর্থন দিলেও রাজপথে দেখা মেলেনি বাম দলসহ কোনো সমমনা দলের নেতাকর্মীর।
এদিকে, 'বনধ'-এর ডাকে দিয়েই ক্ষান্ত হয়নি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ছিলেন রাজপথেও। সোমবার তার নেতৃত্বে রাজপথে নামেন কংগ্রেসের প্রথম সারির নেতারা।
সকাল ৯টার দিকে দিল্লির রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে কংগ্রেস। সেই মিছিলে দলীয় সভাপতির সঙ্গেই ছিলেন রাজ্যসভার কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। ছিলেন শরোদ যাদবও। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন রাহুল গান্ধী।
এদিকে, প্রতিদিনের ন্যায় সোমবার সকাল থেকেই ভারতের ওডিশা, ঝাড়খণ্ড, বিহার, সিক্কিম, অাসাম এবং পশ্চিমবঙ্গে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষ চলাচল করছে অবাধে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে শিয়ালদহের বেশ কয়েকটি জায়গায় রেল চলাচলে বাধা দেওয়ার অভিযোগ মিলেছে।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত