মারা গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানি নাগরিক মাসাজো নোনাকা। রবিবার (২০ জানুয়ারি) জাপানে ১১৩ বছর বয়েসে মৃত্যুবরণ করেন তিনি।
তার পরিবার জানায়, রোববার দেশটির উত্তর হোক্কাইডো দ্বীপে নিজ বাড়িতে স্বাভাবিকভাবেই মারা যান। তিনি তখন ঘুমিয়ে ছিলেন। তিনি চারটি প্রজন্ম রেখে গেছেন।
তিনি ১৯০৫ সালের ২৫ জুলাই একটি বৃহৎ পরিবারে জন্মগ্রহণ করেন। নোনাকার ছয় ভাই ও এক বোন। ১৯৩১ সালে তিনি বিয়ে করেছেন। তিনি পাঁচ সন্তানের জনক।
জাপানীরা সাধারণত সবচেয়ে বেশি বয়স পেয়ে থাকেন। এর আগে রেকর্ড গড়ে মারা যান জাপানি নাগরিক জিরোমন কিমুরা। ২০১৩ সালে ১১৬ তম জন্মদিন তিনি দেখতে পেয়েছেন। এর কিছুদিন পরে তিনি মারা যান।
নোনাকার নাতনি ইয়োকা বলেন, ‘তাকে হারিয়ে আমরা মর্মাহত। তিনি আমাদের পরিবারকে অকারণ ব্যতিব্যস্ত না করেই চলে গেছেন’।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন