ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (পিএনবি) ১২ হাজার ৭০০ কোটি টাকা ঋণ প্রতারণার অন্যতম অভিযুক্ত হীরা ব্যবসায়ী মেহুল চোকসি ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি ভারতের পাসপোর্টও জমা দিয়ে দিয়েছেন। ফলে তাকে ভারতে ফিরিয়ে আনা কঠিন হয়ে গেল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
সিএনএন নিউজ এইটটিনের খবরে বলা হয়, পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি ভারতীয় নাগরকিত্ব ছাড়ার জন্য ১১৭ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ৩৬০ টাকা) ড্রাফ্ট জমা করেছেন। কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহসচিব অমিত নারাঙ্গ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই তথ্য জানিয়েছেন। মেহুল ভারতীয় নাগরিকত্ব ছাড়ার জন্য ফর্ম ফিল-আপ করেছেন। এবং তাতে অ্যান্টিগুয়ার নতুন ঠিকানা লিখেছেন।
মেহুল ভারতীয় দূতাবাসকে জানিয়েছেন, তিনি একেবারে নিয়ম মেনেই অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়েছেন। ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। ২০১৭ সাল থেকেই অ্যান্টিগুয়ায় বাস করছেন চোকসি। তিনি আপাতত অ্যান্টিগুয়ার নাগরিক।
প্রসঙ্গত, পিএনবি কেলেঙ্কারিতে হীরা ব্যবসায়ী নীরব মোদির সঙ্গেই মেহুল চোকসির প্রতারণার অভিযোগের একগুচ্ছ প্রমাণ মিলেছে।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৯/মাহবুব