সিরিয়ায় বিমান হামলা ও ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইল। সোমবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এই হামলায় দুই সিরীয়সহ অন্তত ১১ জন নিহত হয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
অবজারভেটরি জানায়, দামেস্কের আশপাশের এলাকায় ইরান ও সিরিয়ার লক্ষ্যবস্তু ও রাজধানীর দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান ঘাঁটির কাছে এ হামলা চালানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম