মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন। পাত্রী শ্লোক মেহতা। ভারতের বিখ্যাত হীরা ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোক। তিনি আকাশের ছোটবেলার বন্ধু।
গত বছর অর্থাৎ ২০১৮ সালে জুনে তাদের এনগেজমেন্ট হয়েছে। আসছে ৯ মার্চ সাত পাকে বাঁধা পড়বেন তারা।
বিয়ে উপলক্ষে মুম্বাইয়ে তিন দিনের উদযাপন হবে। বান্দ্রার কুর্লা কমপ্লেক্সে জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিয়ে।
৯ মার্চ ট্রিডেন্ট হোটেল থেকে বিকাল সাড়ে ৩টায় রওনা দেবে বরপক্ষ অর্থাৎ আম্বানিরা। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শুরু হবে বিয়ের অনুষ্ঠান। পরদিন হবে মঙ্গল পর্বের অনুষ্ঠান।
তবে বিয়ের আগে রয়েছে আসল চমক। আকাশ ও শ্লোকের প্রি-ওয়েডিং অনুষ্ঠান হতে চলেছে সুইজারল্যান্ডে।
সুইজারল্যান্ডের সেন্ট মোরিৎজে হবে এই অনুষ্ঠান। ফেব্রুয়ারির ২৩ থেকে ২৫ তারিখে সেখানে উপস্থিত থাকবেন ৫০০ জন অতিথি।
রণবীর কাপুর, করন জোহরসহ বি টাউনের আরও বেশ কয়েকজন সেলেবের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
আম্বানি-মেহতা পরিবার এর আগে গোয়ায় একটি সেলিব্রেশনও করেছেন দুই পরিবারের শুভ অনুষ্ঠানের শুরুতে।
বিডি প্রতিদিন/কালাম