ইরাকের মসুল শহরে ট্রাইগ্রিস নদীতে একটি ফেরি ডুবির ঘটনায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে।
ডুবে যাওয়া ওই ফেরিতে প্রায় ২০০ যাত্রী ছিল বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
মসুলের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ফেরির আরোহীদের অধিকাংশই সাঁতার জানতো না।
এদিকে বিবিসি জানিয়েছে, মৃত ৯৪ জনের মধ্যে ১৯ জন শিশু ও ৬১ জন নারী রয়েছে। এছাড়া ৫৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ওই অঞ্চলের লোকজন বর্তমানে নওরোজ বা নববর্ষ উৎযাপন করছেন। এ উপলক্ষে ফেরিতে করে উম্ম রাবায়েন দ্বীপ নামের পর্যটন স্পটে যাচ্ছিল ওই যাত্রীরা।
বিডি প্রতিদিন/কালাম