নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫০ জনের গায়েবানা জানাজা পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীতে আদায় করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর মুসলিমদের প্রধান দু’টি মসজিদে নিহতদের জন্য বিশেষ দোয়াও করা হয়।
কাবা শরীফে অনুষ্ঠিত জানাজায় হারামাইনের অন্যতম ইমাম শাইখ মাহির আল মুয়াইকলি ইমামতি করেন। আর মদিনার মসজিদে নববীতে শাইখ আবদুল্লাহ আল বুয়াইজান জানাজা পড়ান। এসময় হারামাইনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/২৩মার্চ ২০১৯/আরাফাত